মুশকিল আসান করল - স্বাস্থ‍্য সাথী : খুশি পরিবার

21st January 2021 11:41 am বাঁকুড়া
মুশকিল আসান করল - স্বাস্থ‍্য সাথী : খুশি পরিবার


তৌসিফ আহমেদ ( ইন্দাস ) :  কিছুদিন আগে পথ দুর্ঘটনায় বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুর গ্রামের ১৯ বছরের এক যুবকের পা দুমড়ে-মুচড়ে যায় ।ছেলেটির বাবা উদয় মালিক ফুটপাতে বসে টিকিট বিক্রি করেন । যা উপার্জন করে তা দিয়েই কোন মতে সংসার চলে ।১৯ বছরের সৌমেন মালিক বলেন , আমার বাবা টিকিট বিক্রি করে সংসার চালান । স্বাস্থ্যসাথী কার্ড না থাকলে আমার পা ফিরে পেতাম না । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। ছেলেটির বাবা উদয় মালিক বলেন, স্বাস্থ্যসাথী কার্ড না থাকলে আমার ছেলের পা এর চিকিৎসা করাতে পারতাম না। কারণ এত টাকা জোগাড় করা আমার পক্ষে সম্ভব হতো না। স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আমার ছেলের পা ফিরে পেয়েছি। এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই ।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।